
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
নীলফামারী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ১১ ডিসেম্বর সৈয়দপুর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
অভিযানকালে মোঃ রাজু আহমেদের মালিকানাধীন মেসার্স এম এইচ ই ব্রিকস ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা-৫(১) লঙ্ঘনের অভিযোগে ১,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। ইটভাটার সকল কার্যক্রম বন্ধ এবং ভবিষ্যতে পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উদ্দীন, এবং প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। অভিযানে নীলফামারী জেলা পুলিশ ও সৈয়দপুর পুলিশ সহযোগিতা করেছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নীলফামারী জেলার ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।