
নকলা, শেরপুর প্রতিনিধি:
গতকাল ০৪ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান নকলা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন।
সফরকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক মহোদয় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
তিনি পরে নকলা থানা পরিদর্শন করেন এবং থানার কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
পরবর্তীতে তিনি নকলা পৌরসভা পরিদর্শন করেন এবং পৌর এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন।
এরপর তিনি টালকী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং জনগণকে প্রদত্ত সেবার মানোন্নয়নে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার, নকলা, শেরপুর এবং সহকারী কমিশনার (ভূমি), নকলা, শেরপুর উপস্থিত ছিলেন।