ডেস্ক রিপোর্ট, দৈনিক অলির ডাক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার রাত ৯টার দিকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে তারা পৌঁছান—এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর।
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া তাকে বিদেশে নেয়ার সুযোগ নেই। বর্তমানে তিনি যেসব চিকিৎসা পাচ্ছেন, সেগুলো তিনি গ্রহণ করতে পারছেন। তবে বিদেশে নেয়ার প্রয়োজন রয়েছে কি না, তা বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
তিনি আরও জানান, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও এসে তাকে দেখবেন। তাদের মূল্যায়নের পর যদি বিদেশে নেয়ার প্রয়োজন ও সক্ষমতা থাকে, তাহলে সেই সিদ্ধান্ত নেয়া হতে পারে। তিনি বলেন, “আমাদের সব ধরনের প্রস্তুতি আছে, তবে রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো উদ্যোগ এই মুহূর্তে সম্ভব নয়।