
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
নীলফামারী জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। ২৯ নভেম্বর শনিবার সকালে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশ নীলফামারীর পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোহসিন।
যোগদান উপলক্ষে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করে। সম্মান গ্রহণ শেষে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে পরিচিত হন। পরে তিনি নীলফামারী জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা জোরদারসহ সামগ্রিক দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
নবাগত পুলিশ সুপার অফিসারদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “জনগণের নিরাপত্তা ও সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করা হবে। নীলফামারীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কমিউনিটি পুলিশিং আরও শক্তিশালী করা হবে।তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মোঃ মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী, এ.বি.এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নীলফামারী, মোঃ ফারুক আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নীলফামারী,এ.কে.এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল),নীলফামারী,নিয়াজ মেহেদী, ডোমার সার্কেল, নীলফামারী এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ফোর্স সদস্য এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।