
নাটোর প্রতিনিধি :
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই স্লোগান নিয়ে নাটোরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে অন্য:কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে নাটোর কানাইখালি মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা জেলা পর্যায়ে অন্য:কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ রাশেদুল ইসলাম সহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং খেলোয়াড়রা ।
অন্য:কলেজ ফুটবল টুর্নামেন্ট ১২ দল নিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় সাইলকোনা ডিগ্রি কলেজ বনাম নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ অংশগ্রহণ করেন।
আগামী মাসে ৩ ডিসেম্বর তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।