শেরপুর সদর প্রতিনিধি :
অদ্য ২৮/০৯/২০২৫ রোজ শুক্রবার শেরপুর জেলা শহরের চাপাতলী মডেল মসজিদ এর সম্মুখে সেচ্ছাসেবী সংগঠন "নিউক্লিয়াস যুব সমাজ কল্যান সংস্থার" উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি পালন করা হয়।
জানা যায় নিউক্লিয়াস যুব সমাজ কল্যাণ সংস্থা নামের সেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘদিন যাবৎ জেলা শহরে দুঃস্থ-অসহায়দের কল্যাণে কাজ করে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়- তারা সামাজিক অবক্ষয় রোধ, মাদক বিরোধী নানা কার্যক্রম, যৌতুক বিরোধী কার্যক্রম ও কুফল সম্পর্কে সচেতনা বৃদ্ধি নিয়েও ব্যাপকহারে কাজ করে যাচ্ছে।
এছাড়াও সংগঠনটির উদ্যোগে বৃক্ষরোপন ও পরিবেশ সচেতনতায় পরিষ্কার-পরিচ্ছতাসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলামের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানান - আমরা দীর্ঘদিন ধরে সমাজ ব্যাবস্থার উন্নয়নে দরিদ্র অসহায় দুঃস্থ মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের সাধ্যমতো সকলের সহযোগিতায় ছোট ছোট কাজের মাধ্যমে সমাজের বিত্তবানদের কাছে আহ্বান রাখবো আপনারা দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করবেন।
এছাড়াও সংগঠনের কোষাধ্যক্ষ রবিউল ইসলাম জানান - আমারা দীর্ঘদিন যাবৎ সামাজিক সেবা মূলক কাজ করি। আমরা মূলত সমাজের অহসায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে থাকি। স্বপ্ন বহুদূর তবে তহবিল সংকটে আমরা আমাদের বড় পরিকল্পনা গুলো বাস্তবায়ন করতে পারি না। ইনশাআল্লাহ আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
উল্লেখ্য- শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা এবং সজন মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের সার্বিক সহযোগিতায় উক্ত কর্মসূচি পালন সম্পন্ন হয় এবং আগামীকালও এ কর্মসূচি চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন - মর্নিংসান পাবলিক স্কুলের অধ্যক্ষ ও স্থানীয় সমাজ কর্মী মোঃ শামীম মিয়া। সজন মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মেহেরখান অপু, শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যান সংস্থার কার্যকরি সভাপতি মোঃ আরমান।
আরও উপস্থিত ছিলেন সংস্থার দপ্তর সম্পাদক মোঃ মানিক মিয়া, ক্রিয়া সম্পাদক মোঃ মাহমুদুল হাসান বিজয়, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ চাঁন মিয়া ও সদস্য যথাক্রমে- মোঃ জীবন হোসেন রনি, মোঃ নাজমুল হাসান , মোঃ রাকিবুল হাসান রাকিব, আব্দুল মাঃ স্বপন, মোছাঃ নুসরাত জাহান মদিনা, মোঃ জাহিদ হাসান জিহাদ, মোছাঃ ইয়াছমিন আক্তার , মোঃ রাজিব মিয়া, মোঃ জিহান দিপু মোছাঃ আনজুমান ইসলাম দিনা, মোঃ ফাহিম মিয়া মোঃ সজিবুল ইসলাম সজিব, মোঃ রাতুল ইসলাম রাহিম, মোঃ জুবায়ের ইসলাম মিতুল, মোঃ হৃদয় হাসান ও মোঃ হাবিব ইসলাম প্রমুখ।
এছাড়াও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিগর্ব উপস্থিত ছিলেন।