
শেরপুর সদর প্রতিনিধি :
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অর্ন্তভূক্তিকরণের প্রতিবাদে এবং ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে শেরপুরে নার্সদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)-এর আয়োজনে ২৭ নভেম্বর শনিবার সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা সদরসহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডিপ্লোমা, বিএসসি ও বিভিন্ন ক্যাডারের নার্সরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল ভরসা হিসেবে নার্সরা frontline-এ কাজ করলেও তাদের পদোন্নতি, জনবল সংকট, নিরাপদ কর্মপরিবেশ এবং প্রশাসনিক জটিলতাসহ বহু সমস্যা দীর্ঘদিন অমীমাংসিত রয়ে গেছে।
বক্তারা আরো বলেন, নার্সদের পেশাগত মর্যাদা রক্ষা এবং রোগীর সেবার মান উন্নত করতে হলে স্বাস্থ্যখাতের সাংগঠনিক কাঠামোতে সংস্কার জরুরি। নার্সিং কাউন্সিলকে শক্তিশালী করা, পদবী কাঠামো আধুনিকীকরণ, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা এবং নার্সদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধে সরকারের দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন। হাসপাতালের সার্বিক সেবার মান অনেকাংশে নির্ভর করে নার্সদের দক্ষতা, সংখ্যা ও সম্মানজনক কর্মপরিবেশের ওপর। তাই সরকারের ঘোষিত উন্নয়ন পরিকল্পনায় নার্সদের মৌলিক চাহিদা দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি।
বিক্ষোভ সমাবেশ শেষে নার্সিং পেশার উন্নয়ন ও বিদ্যমান সমস্যা গুলোর দ্রুত সমাধানের দাবি জানিয়ে একটি র্যালি হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন। নার্সরা আশা করেন, নার্সিং সেক্টরের দীর্ঘদিনের বৈষম্য ও অবহেলা দূর করতে সরকার জরুরি উদ্যোগ নেবে।