মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার :
দিনাজপুরের খানসামা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিকে ঘিরে উপজেলা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান সরকার। র্যালিতে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষ। তরুণদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর মুখরিত হয়ে ওঠে।
তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন বয়সী শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শিশু-কিশোররা দৌড়, বিভিন্ন গেমস ও অনান্য প্রতিযোগিতায় অংশ নেয়। পুরো আয়োজন জুড়ে ছিল অংশগ্রহণকারীদের উদ্দীপনা ও উচ্ছ্বাস।
উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার পরিবেশ ছিল প্রাণচঞ্চল ও উৎসবমুখর। সকলের অংশগ্রহণে তারুণ্যের এই উৎসব পরিণত হয় এক মিলনমেলায়।