
শেরপুর সদর প্রতিনিধি :
শেরপুর-১ আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহামুদুল হাসান রাকিব।
শেরপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা রাকিবের বাড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গৌরীপুর এলাকায়। তিনি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, শেরপুর সরকারি কলেজ ও শেরপুর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে শেরপুর জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত রেড বুল ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন রাকিব।
মনোনয়ন পেলে এবং নির্বাচিত হতে পারলে তরুণদের প্রতিনিধি হিসেবে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধ, চিকিৎসা ও শিক্ষা খাতের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।