
আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক অলির ডাক :
ভিয়েতনামের মধ্যাঞ্চলে চলতি সপ্তাহের প্রবল বন্যায় কমপক্ষে ৫৫ জন মারা গেছেন। সেই সঙ্গে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে।
ডাইক ব্যবস্থাপনা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিভাগের বরাত দিয়ে ভিয়েতনাম নিউজ জানিয়েছে, মধ্য ভিয়েতনামে বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ৩৪০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
স্থানীয় ডাক লাক এলাকাতেই ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৮ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে খান হোয়াতে ১৪ জনের মৃত্যু এবং আরও দু’জন নিখোঁজ রয়েছে।
গিয়া লাই এবং লাম ডং-এ পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। থুয়া থিয়েন হু এবং দা নাং-এ দু’জনের মৃত্যু হয়েছে। দা নাংয়ে আরও দু’জন এবং কোয়াং ট্রি প্রদেশে একজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্যায় প্রায় ৯৫০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ২৮ হাজার ৪৬০টিরও বেশি বাড়ি এখনো ডুবে আছে।
বন্যা ও ভারী বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিবহন পরিষেবাও ব্যাহত হয়েছে। ভূমিধসের কারণে প্রধান মহাসড়ক এবং গ্রামীণ রাস্তাগুলোর কিছু অংশ বন্ধ হয়ে গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ মোকাবেলায় সামরিক ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। ৩২.৪ মিলিয়ন গবাদি পশু এবং হাঁস-মুরগি মারা গেছে অথবা ভেসে গেছে।