
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
দিনাজপুরে বিচার বিভাগের উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে “বিচার বিভাগীয় সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) দুপুরে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ।
বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন অংশ নেন। সম্মেলনে বিচার বিভাগ ও প্রশাসনের কার্যক্রম আরও সমন্বিত, দ্রুত ও জনবান্ধব করতে নানা বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, বিচার ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যেই নিয়মিত সমন্বয় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলাজট নিরসন, বিচার কার্যক্রমের সময়সীমা কমানো, বিচারিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখার বিষয়ে বেশ কিছু দিকনির্দেশনা তুলে ধরা হয়।
এ ছাড়া জনসাধারণ যাতে দ্রুত বিচারিক সেবা পায়—সে ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের বিস্তার, মামলার অগ্রগতি তদারকি, আদালত–পুলিশ প্রশাসনের পারস্পরিক সহযোগিতা এবং মাঠপর্যায়ের কর্মকাণ্ড আরও গতিশীল করার সুপারিশ উপস্থাপন করা হয়।
সম্মেলনে জেলার বিভিন্ন আদালতের বিচারক, প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।